হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৩ 

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে মেদিনীপুর জেলার নারিয়াবিলা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্টের বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ওই নেতার বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

মেদিনীপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে আরও তদন্ত চলছে।’ তিনি আরও বলেছেন, ‘আঘাতটি এতই শক্তিশালী ছিল যে, এ ঘটনায় একটি খড়ের চালের ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।’

এদিকে বিজেপি এই বিস্ফোরণকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে। বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলের ওই নেতার বাড়িতেও বোমা তৈরি হচ্ছিল।’ তিনি রাজ্যে কেবল বোমা তৈরির ‘শিল্প’ বিকশিত হয়েছে উল্লেখ করে বলেন, ‘রাজ্যে কেবল বোমা তৈরির শিল্প বিকশিত হয়েছে।’ তবে বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কোনো প্রমাণাদি ছাড়াই তৃণমূলকে দোষারোপ করা বিরোধীদের জন্য সহজ।’ 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার