হোম > বিশ্ব > ভারত

প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসে খুন হলেন তরুণী

প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।

পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।

সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে