হোম > বিশ্ব > ভারত

ভারতের হাইকোর্টের রায়: দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ভাঙলে ধর্ষণ মামলা নয়

ভারতের এলাহাবাদ হাইকোর্ট বলেছেন, নারী ও পুরুষ উভয়ের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে তা ধর্ষণ নয়। এ-সংক্রান্ত একটি মামলা সম্প্রতি খারিজ করে দেওয়া রায়ে এসব কথা বলেছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।

মামলা সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীর মধ্যে সম্পর্ক বেশ পুরোনো। প্রেমের সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। আট বছরের বেশি সময় তাঁদের মধ্যে এই সম্পর্ক ছিল। প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন প্রেমিকা।

আসামির আবেদনের শুনানিতে বিচারপতি আনিশ কুমার গুপ্ত বলেন, এই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের কথা তাঁদের পরিবার জানত। এক পক্ষ সম্পর্ক থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্ষণের মামলা করা আইনের অপব্যবহারের মতো।

বাদীর ভাষ্য হলো, ২০০৮ সালে তাঁর বোনের বিয়েতে বিবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন। বাদী ও তাঁর পরিবারের সদস্যরা স্বর্ণালংকার বেঁচে বিবাদীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, দেশে আসার পর তাঁদের বিয়ে হবে। কিন্তু দেশে এসে বিবাদী বিয়ে করতে রাজি হননি। বাদী আরও বলেন, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তাঁর অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আশ্বাসে এই সম্পর্ক গড়া হয়েছিল।

মামলার পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শারীরিক সম্পর্কটি দীর্ঘদিনের। কাজেই এতে ওই নারীর সম্মতি ছিল না, তা আদালত মনে করছেন না। হাইকোর্ট আরও বলেন, প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটি স্পষ্ট যে বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলির কারণে প্রেমিক আর প্রেমিকাকে বিয়ে করতে চাননি।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি