হোম > বিশ্ব > ভারত

‘লবণ বেশি হওয়ায়’ স্ত্রীকে, চা না দেওয়ায় পুত্রবধূকে খুন 

খাবারে ‘লবণ বেশি হওয়ায়’ স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্রের থানের এক বাসিন্দার বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

পুলিশ জানায়, ঘটনাটি শুক্রবার সকালে থানের ভাইন্দারে ঘটেছে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 
 
মীরা ভাইন্দার-ভাসাই ভিরার একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নীলেশ ঘাঘ (৪৬) নামে ওই ব্যক্তি সকালের নাশতা খাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী নির্মলাকে (৪০) শ্বাসরোধে হত্যা করেন। তাঁর স্ত্রী ‘খিচুড়ি’ রান্না করেছিলেন। তাতে প্রচুর পরিমাণে লবণ থাকায় নীলেশ রেগে যান। 

ওই কর্মকর্তা আরও জানান, একটি বড় কাপড়ের টুকরো দিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন নীলেশ। ঘটনার পরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনার তদন্ত চলছে এবং নীলেশ ঘাঘের নামে মামলা দায়ের করা হয়েছে। 

গত বৃহস্পতিবার থানে জেলায় এমন আরেকটি ঘটনা ঘটেছে, যেখানে চাসহ নাশতা না দেওয়ায় এক নারীকে তাঁর শ্বশুর গুলি করে হত্যা করেন। 
 
পুলিশ জানায়, থানের রাবদি এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী নারীর পেটে গুলি লেগেছিল। শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু