হোম > বিশ্ব > ভারত

প্রশাসক মোদির ২০ বছর পালন বিজেপির

প্রতিনিধি, কলকাতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসক হিসেবে যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালের আজকের দিনে। ওই বছরের ৭ অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই হিসাবে তাঁর জনপ্রশাসক হিসেবে আজ ২০ বছর পূর্ণ হলো। এই বিষয়টিকে কেন্দ্র করে তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশজুড়ে ব্যাপক প্রচারে নেমেছে।

প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদির ২০ বছর পূর্তি উপলক্ষে ঋষিকেশে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেওয়া বক্তব্যে মোদি বলেছেন, কখনো স্বপ্নেও ভাবেননি গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর সেবা করার সুযোগ পাবেন তিনি।

আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মতে, প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাটকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন মোদি। আর এখন প্রধানমন্ত্রী হিসেবে মাত্র সাত বছরেই ভারতকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে তাঁর নেতৃত্ব।

বিরোধীরা অবশ্য বলছেন, মোদির আমলেই সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে দেশের। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুরুতেই গুজরাট দাঙ্গা। দাঙ্গায় মোদি সরকারের প্রচ্ছন্ন ইন্ধনের অভিযোগ রয়েছে। তারপরও তিনি গুজরাটে টানা ১৩ বছর সরকার চালিয়ে বিজেপি নেতৃত্বকে বাধ্য করেন দলের প্রথম সারির নেতাদের হটিয়ে তাঁকেই ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে। প্রধানমন্ত্রী হয়েও নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। গুজরাটেরই অমিত শাহের সঙ্গে জুটি বেঁধে দলের প্রবীণদের নির্বাসনে পাঠিয়ে মর্জিমতো সরকার চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু নির্বাচনী সাফল্য তাঁর বিরুদ্ধে বিজেপির অভ্যন্তরীণ যাবতীয় ক্ষোভকে দাবিয়ে রাখে। মোদি-শাহ জুটিই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য।

এদিকে কংগ্রেসের দুর্বল নেতৃত্ব বিকল্পের সন্ধান দিতে ব্যর্থ হয়। করোনা মহামারি ও পশ্চিমবঙ্গে ভোটে পরাজয় কিছুটা হলেও ফিকে করে দিয়েছিল মোদির ইমেজ। কিন্তু তাঁর জন্মদিন ও প্রশাসক হিসেবে ২০ বছর পূর্তিকে হাতিয়ার করে ফের মোদির গুণগান প্রচারে নেমেছে বিজেপি।

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, মোদির অবদান শুধু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, আর দেশের সম্পদ বিক্রি ও মিথ্যা প্রচারে।

প্রায় একই অভিযোগ তৃণমূলের সৌগত রায়ের। তাঁর মতে, দেশটাকেই তো বিক্রি করে দিতে চলেছে মোদি সরকার। দাঙ্গাবাজদের দল, ভালো কিছু জানে না।

কিন্তু যে যাই বলুক, বিজেপি কিন্তু মোদি বন্দনায় মেতে রয়েছে। দেশজুড়ে চলছে নানা অনুষ্ঠান। সামনেই পাঁচ রাজ্যে ভোট। আর এই নির্বাচনগুলোয় মোদির ভাবমূর্তিই বিজেপির ভরসা বলে মনে করছেন দলটির নেতারা।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের