হোম > বিশ্ব > ভারত

আসামে ১৭ বাংলাদেশিসহ ২৭ বিদেশি আটক

কলকাতা প্রতিনিধি

ভিসা আইন ভাঙার অভিযোগে ভারতের আসাম রাজ্যে গত এক মাসে ২৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাকিদের মধ্যে ৩ জন সুইডিশ এবং ৭ জার্মান নাগরিক। রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সাংবাদিকদের জানিয়েছেন, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে তাঁরা ধর্মীয় সভা সমিতিতে অংশ নেন। তবে তাঁরা কেউ ধর্মান্তরকরণে অংশ নিয়েছিলেন কি না সে বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে আসামে মাদ্রাসার কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় সভা সমিতিতেও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া, গত সপ্তাহের বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলা থেকে ৩ সুইডিশ নাগরিককে খ্রিষ্টান মিশনারিজের অনুষ্ঠানে যোগদানের অভিযোগে আটক করা হয়। পরে তাঁদের দেশে ফেরত পাঠায় আসাম সরকার। 

অপরদিকে, গত সপ্তাহের বৃহস্পতিবার গোলাঘাট জেলায় খ্রিষ্টান ধর্ম প্রচারের এক অনুষ্ঠানে যোগদানের অভিযোগ ৭ জার্মান নাগরিককে আটক করে তাঁদের আসাম ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনায় ভারতের ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দা মুকুট ভদ্রকেও আটক করেছে পুলিশ। 

এই বিষয়ে আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ জানান, ধৃতদের প্রত্যেককে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। কারণ তাঁরা মিশনারি ভিসা না নিয়ে পর্যটন ভিসা নিয়ে ভারতে ঢুকে ধর্মীয় প্রচারে অংশ নেন। তবে বাংলাদেশিদের বিষয়ে তিনি বিশদ কিছু জানাননি। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক