হোম > বিশ্ব > ভারত

মশা ভর্তি বোতল নিয়ে আদালতে শীর্ষ সন্ত্রাসী

জেলখানায় মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ ইজাজ লাকদাওয়ালা নামের ভারতের এক শীর্ষ সন্ত্রাসী। মশার কামড় থেকে বাঁচতে তিনি আদালতে মশারি ব্যবহারের অনুমতি চেয়েছেন। প্রমাণ স্বরূপ আদালতে নিয়ে গেছেন প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা! তবে আদালতে তাঁর চাওয়া গৃহীত হয়নি। 

আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা নিয়ে আদালতে উপস্থিত হন লাকদাওয়ালা। মশারি চেয়ে করেন আবেদন। তিনি জানান, প্রতিদিনই বন্দীদের মশার উৎপাতে ভুগতে হয়। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। আদালত আবেদন খারিজ করে লাকদাওয়ালাকে মশা নিরোধক ক্রিম ব্যবহারের পরামর্শ দেয়। জেল কর্তৃপক্ষকে মশা তাড়ানোর জন্য সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

লাকদাওয়ালা একসময় পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি মুম্বাইয়ের তালোজা কারাগারে বন্দী। 

মশারি চেয়ে করা আবেদনে লাকদাওয়ালা উল্লেখ করেন, ২০২০ সালে যখন তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন একটি মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছরের মে মাসে কারা কর্তৃপক্ষ নিরাপত্তার উদ্বেগের কারণে মশারিটি জব্দ করে নেয়। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাকদাওয়ালার মতো আরও বেশ কয়েকজন কারাবন্দী একই ধরনের আবেদন করেছেন। এর মধ্যে কয়েকজনকে অনুমতি দেওয়া হয়েছে এবং বাকিদের আবেদন খারিজ করা হয়েছে। গ্যাংস্টার ডিকে রাওকে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এলগার পরিষদের সঙ্গে মাও যোগের অভিযোগে বন্দীদের ক্ষেত্রে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। 

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাকটিভিস্ট গৌতম নভলাখাও মশারি চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনটি এখনো মুলতবি রয়েছে।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়