হোম > বিশ্ব > ভারত

মণিপুরে কারফিউ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে। আর সেই সহিংসতা কমিয়ে আনতে রাজ্যের দুটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার মণিপুরের জিরিবাম জেলাসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে জাতিগত সহিংসতা শুরু হয়। এতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় মণিপুরের রাজধানী ইমফলের দুই জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে।

পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে এই কারফিউ বলবৎ হবে। মূলত, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই এই কারফিউ জারি করা হয়েছে।

পশ্চিম ইমফল জেলার প্রশাসন প্রয়োজনীয় জরুরি পরিষেবা এবং গণমাধ্যমকে অব্যাহতি দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ বাসভবনের বাইরে চলাচল না করতে নির্দেশ দিয়েছে। পূর্ব ইমফল জেলাও প্রায় একই ধরনের নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত হয়েছে। থাউবালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার