হোম > বিশ্ব > ভারত

মণিপুরে কারফিউ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে। আর সেই সহিংসতা কমিয়ে আনতে রাজ্যের দুটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার মণিপুরের জিরিবাম জেলাসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে জাতিগত সহিংসতা শুরু হয়। এতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় মণিপুরের রাজধানী ইমফলের দুই জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে।

পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে এই কারফিউ বলবৎ হবে। মূলত, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই এই কারফিউ জারি করা হয়েছে।

পশ্চিম ইমফল জেলার প্রশাসন প্রয়োজনীয় জরুরি পরিষেবা এবং গণমাধ্যমকে অব্যাহতি দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ বাসভবনের বাইরে চলাচল না করতে নির্দেশ দিয়েছে। পূর্ব ইমফল জেলাও প্রায় একই ধরনের নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত হয়েছে। থাউবালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার