হোম > বিশ্ব > ভারত

ইলন মাস্ক ও মোদির বৈঠক, শিগগিরই ভারতে কাজ করবে টেসলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও টুইটারের বর্তমান মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে নানাবিধ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে বিনিয়োগের বিষয়ে আলোচনা শেষে গণমাধ্যমে ইলন মাস্ক নিজেকে ‘মোদির ভক্ত’ বলে উল্লেখ করে কথা বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইলন মাস্ক বলেছেন, ‘মোদির সঙ্গে বৈঠকটি অসাধারণ ছিল এবং আমি তাঁকে অনেক পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন, সেই সুবাদে আমাদের সখ্য আগের। আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী। আমি মনে করি, বিশ্বের অন্য যেকোনো বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।’

ভারতে টেসলার বাজার তৈরিতে আগ্রহী কি না—এ বিষয়ে ইলন মাস্ক এক বাক্যে ইতিবাচক জবাবে বলেন, ‘অবশ্যই’।

এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলারের কারখানা পরিদর্শন করেছিলেন। সর্বশেষ সাক্ষাতের পর ভারতে টেসলারের ব্যবসা শুরুর বিষয়ে ইলন বলেন, ‘আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব টেসলা ভারতে কাজ শুরু করবে। যত জনবল দিয়ে সেটা শুরু করা যায়। মোদি ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগের জন্য জানিয়েছেন এবং আমরা সেটা করতে চাই।’

এদিকে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের পর টুইটারে ছবি করে ভালো লাগা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস