হোম > বিশ্ব > ভারত

ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।

এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।

স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।

স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি