হোম > বিশ্ব > ভারত

ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।

এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।

স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।

স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক