হোম > বিশ্ব > ভারত

উত্তাল ভারতীয় সংসদ, দফায় দফায় অধিবেশন মুলতবি

কলকাতা প্রতিনিধি

কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করতে গিয়ে যেসব কৃষক নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সরকারকে ঠিক করে দিতে হবে। এই দুই দাবিতে আজ বুধবারও ভারতের জাতীয় সংসদ উত্তাল ছিল। দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশন। 

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং টোমার সংসদে বলেছেন, সরকারের কাছে কৃষক আন্দোলনে নিহতদের কোনো তথ্য নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রের জবাব দুর্ভাগ্যজনক। কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করতে গিয়ে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও ১২ জন সাংসদের বরখাস্তের দাবি প্রত্যাহার নিয়ে এদিনও হইচই হয় সংসদে। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে এদিনও ছিল বিরোধী সাংসদদের গণ অবস্থান। 

কেন্দ্রীয় সরকার বিতর্কিত কৃষি আইন তিনটিই প্রত্যাহার করে নিলেও ভারতীয় সংসদে উত্তেজনা কমছে না। বিরোধীদের অভিযোগ, সরকার স্বৈরাচারী মানসিকতা থেকেই বিনা আলোচনায় বিল তিনটি পাস করিয়েছিল, প্রত্যাহারও করেছে বিনা আলোচনাতেই। তাই কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া তাঁরা তুলতে চান সংসদে। কিন্তু লোকসভায় স্পিকার ওম বিড়লা রাজি না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। সেই সঙ্গে গত অধিবেশনের অসংসদীয় আচরণের কারণে রাজ্যসভার ১২ জন সাংসদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতেও আন্দোলন চলছে। 

রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি জানিয়েছেন, ক্ষমা না চাইলে বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করা হবে না। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধী পক্ষের কাছে ক্ষমতা চাওয়ার অনুরোধ করলেও সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।    

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়