হোম > বিশ্ব > ভারত

এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ: কলকাতায় জিডি, তদন্ত শুরু করেছে পুলিশ 

কলকাতা সংবাদদাতা 

ভারতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে গেছেন টানা তিনবারের এই সংসদ সদস্য। ১৫ মে থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় কলকাতার উত্তর শহরতলির বরাহনগর থানায় ডায়েরি করেছেন তাঁর বন্ধু গোপাল বিশ্বাস।

জানা যায়, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। 

আনোয়ারুল আজিম কলকাতার উত্তর শহরতলির উত্তর চব্বিশ পরগনা জেলার বরাহনগরে তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৫ মে ওই বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। ১৬ মে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। 

ডায়েরি থেকে জানা যায়, ১৩ মে ভারতীয় সময় বেলা পৌনে ১টায় ডাক্তার দেখানোর উদ্দেশে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান আনোয়ারুল আজিম আনার। 

যাওয়ার সময় তিনি বলে যান, দুপুরে খাবেন না। সন্ধ্যায় ফিরবেন। নিজেই গাড়ি ডেকে বিধান পার্ক এলাকায় ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানান, তিনি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে তিনিই ফোন করবেন। 

ডায়েরিতে লেখা আছে, ১৫ মে ভারতীয় সময় বেলা ১১টার কিছু পর হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, তিনি দিল্লি পৌঁছে গেছেন। তাঁর সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই। দরকারে তিনিই ফোন করবেন। 

১৭ মে আনোয়ারুল আজিমের কন্যা গোপাল বিশ্বাসকে ফোন করে জানান, তিনিও তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোপাল বিশ্বাসও বন্ধু আনোয়ারুল আজিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি। 

বিষয়টি নিয়ে গোপাল বিশ্বাসকে তাঁর মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর বাড়ি গেলে একজন জানান, গোপাল বাড়িতে নেই। 

ডায়েরি করার পর ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। 

ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা একটি অভিযোগ পেয়েছে। তদন্ত শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। 

শনিবার আনোয়ারুল আজিমের পরিবারের তিনজন সদস্য কলকাতায় এসে পৌঁছেছেন।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি