ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে এক বাংলাদেশি নারীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে মহারাষ্ট্রের একটি আদালত। এ ছাড়া তাঁকে ভারতীয় মুদ্রায় ১৪ হাজার রুপি। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম রিমি (২৫)।
গত ২১ জানুয়ারি ওই মামলার রায় হলেও রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ায় ২৭ জানুয়ারি।
মহারাষ্ট্রের থানে জেলার জেলা ও অতিরিক্ত দায়রা জজ এ এস ভান্ডারিকার নামের এক বিচারক ভারতের পাসপোর্ট আইন ও বিদেশি আইনের ধারায় তাঁকে এই দণ্ড দেন। মামলার রায়ের বিচারক উল্লেখ করেন, ২০১৯ সালের ১১ মে থেকে যেদিন তাঁকে আটক করা হয় সেদিন থেকেই রিমির সাজার মেয়াদ গণনা করা হবে।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আদালতকে জানান, ২০১৯ সালের মে মাসে থানের মানবপাচার সংক্রান্ত বিভাগ কাশিমিরা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নারীকে আটক করে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে। দণ্ডপ্রাপ্ত ওই নারীর কোনো পাসপোর্ট বা ভিসা নেই বলে জানিয়ে তিনি আরও জানান, বাকি দুই নারী জামিনে মুক্ত আছেন।