হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে বিজেপির ভূমিকা নিয়ে তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যের ৪ আসনে উপনির্বাচনেও ইস্যু হচ্ছে বাংলাদেশ। 

বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছেন। কুণালের অভিযোগ, 'শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক।' 
 
অন্যদিকে, শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধের ঘোষণা দেন তিনি। 

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কলকাতায় আজ হিন্দুত্ববাদীদের মিছিলের অনুমতিই দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ-প্রশাসন। ফলে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হন তাঁরা। 
 
মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত হন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করবেন। তবে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ। 

বৃষ্টির মধ্যেই বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।

ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকরী ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। 

তিনি আরও বলেন পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপরও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অমিয় সরকারের নেতৃত্বে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু