হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ভেঙে পড়ল কেব্‌ল ব্রিজ, নিহত অন্তত ৬০

ভারতের গুজরাটের মরবিতে একটি কেব্‌ল ব্রিজ ভেঙে পড়েছে। এতে ৬০ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী ব্রিজেশ মের্জা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। কিছু মানুষকে আমরা নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

এনডিটিভির এক ভিডিওতে দেখা যায়, সেতু ভেঙে পানির ওপর পড়ে আছে। মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। অনেকেই সেখানে আটকা অবস্থায় আছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় মানুষেরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের তারা উদ্ধার করছেন। 

মরবি কেব্‌ল ব্রিজ কয়েক দশক আগে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। মেরামত ও সংস্কারের পর গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। ওধবজি প্যাটেলের মালিকানাধীন ওরেভা গ্রুপকে সংস্কার কাজের জন্য সরকারি দরপত্র দেওয়া হয়েছিল। 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু