হোম > বিশ্ব > ভারত

নির্বাচনে এগিয়ে দ্রৌপদী মুর্মু, ভারত পেতে যাচ্ছে প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট 

কলকাতা প্রতিনিধি

আবারও নারী প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশটির প্রথম আদিবাসী নারী এবং সব মিলিয়ে ১৫ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তাঁর জয় প্রায় নিশ্চিত। 

নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৮ জন এমপি। এদিন ভারতের জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্যরা ছাড়াও রাজ্য গুলির বিধায়করাও এই ভোটে অংশ নেন। ভোট গণনা ২১ জুলাই। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি শপথ নেবেন। এর পাশাপাশি ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। এই নির্বাচনে শুধু দেশটির এমপিরাই অংশ নেবেন। 

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ আরও ১৭টি বিরোধী দলের সম্মিলিত প্রার্থী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিং। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে সকলকে বিবেক অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

তবে বিজেপি এবং এনডিএ জোটের পাশাপাশি আরও একাধিক দলের সমর্থন পাওয়ায় সমর্থন করায় দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত। 

এদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে পশ্চিমবঙ্গের বিদায়ী গভর্নর জগদীপ ধনকর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে বিরোধীদের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। তবে এই পদেও বিজেপির জয় অনেকটা নিশ্চিত নিশ্চিত। সেক্ষেত্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি হবেন জগদীপ। 

ভারতের প্রেসিডেন্ট তিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিরোধীরা নিজেদের ঐক্য তুলে ধরতে চাইছে। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু