হোম > বিশ্ব > ভারত

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে হীরাবেন মোদির বয়স হয়েছিল ৯৯ বছর।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মায়ের মৃত্যুর খবর জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লেখেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’ 

ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গেই থাকতেন হীরাবেন মোদি। তাঁরা গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে বাস করতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে নরেন্দ্র মোদি সেখানে ছুটে যান। মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। গান্ধীনগরে হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হয়। 

 ১৯২৩ সালে গুজরাটের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই রাত সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী মোদির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার