হোম > বিশ্ব > ভারত

গুজরাটে এক কেজি লেবুর দাম ২০০ টাকার ওপরে

ভারতের গুজরাটে সরবরাহ কম থাকায় বেড়েছে লেবুর দাম। রাজ্যটিতে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২২৭ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একজন ক্রেতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘লেবুর কেজি ছিল ৫০ থেকে ৬০ রুপি। সেই লেবু এখন প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। আমাদের সবকিছুকে বাজেটের মধ্যে মানিয়ে নিতে হবে। কিন্তু দামের এই বৃদ্ধি আমাদের “রান্নাঘরের বাজেটে” প্রভাব ফেলছে। কবে দাম কমবে আমরা জানি না।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গরমে মানুষ তাদের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করতে পছন্দ করে। কারণ এটি ভিটামিন সি-র একটি সমৃদ্ধ উৎস। আর এটি পানিশূন্যতা রোধ করে। এর বেশি ব্যবহার ও সরবরাহের ঘাটতি লেবুর দাম আকাশচুম্বী করেছে।

এ নিয়ে হিমানশু নামে এক ক্রেতা বলেন, প্রায় সব সবজির দাম বেড়েছে। তবে এটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। একজন মধ্যবিত্ত গ্রাহকের পক্ষে এত দামি সবজি কেনা কঠিন। আমরা আগে যেভাবে লেবু কিনতাম, এখন সেভাবে বেশি পরিমাণে লেবু কিনতে পারছি না।’

এদিকে হঠাৎ ক্রেতারা কম পরিমাণে লেবু কিনতে বাধ্য হওয়ায় এর প্রভাব ব্যবসায়ীদের ওপরও পড়েছে। তাই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ওপর।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়