হোম > বিশ্ব > ভারত

‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ডের জন্য আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধী ও আইনজীবীদের একটি বিশেষজ্ঞ দল। গত ৯ ফেব্রুয়ারি মানবাধিকার সংস্থা গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব দপ্তরে আবেদনপত্রটি দাখিল করা হয়। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যারে এ সংক্রান্ত একটি নিবন্ধ লিখেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। 

নিবন্ধে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ভারতের উত্তর প্রদেশের পুলিশ বাহিনী অনেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব হত্যাকাণ্ডে ভূমিকা রাখার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ ছাড়া সদ্য অবসরে যাওয়া উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ এবং কানপুর জেলার পুলিশ সুপারিনটেন্ড সঞ্জীব তেয়াগীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করতে সুপারিশ করা হয়েছে ওই আবেদনপত্রে। 

আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান দ্য ওয়্যারকে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে এই তিন ব্যক্তির নির্দেশেই পুলিশ এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ পুলিশ বাহিনী তাদেরই নিয়ন্ত্রণে ছিল এবং তাঁরা হুকুমদাতার আসনে ছিলেন।’ 

এই আইনজীবী এবং গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টারের সহযোগী কাউন্সেল টবি ক্যাডম্যান আরও বলেন, আবেদনপত্রে এমন কিছু বিশ্বাসযোগ্য সূত্র উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এটা স্পষ্ট যে ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর তথাকথিত ‘এনকাউন্টারে’ পুলিশ অন্তত ১৪৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

যোগী আদিত্যনাথ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও আছেন। এখন উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন চলছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হলো। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট যখন কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তখন ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি অবরুদ্ধ করে দেয় মার্কিন সরকার। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তির আর্থিক লেনদেনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কখনো কখনো আরোপ করা হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। 

এর আগে ২০১৯ সালে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ২০১৭ সালের মার্চ থেকে ঘটে যাওয়া প্রায় ৫৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টার আন্তর্জাতিক অপরাধী ও মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন। এই সংগঠনটি সম্প্রতি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের কাছে আবেদনপত্র জমা দিয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে