হোম > বিশ্ব > ভারত

মোদিকে অন্তঃসারশূন্য বলে আখ্যা দিলেন রাহুল

ভারতের বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী মোদিকে অন্তঃসারশূন্য বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মোদির আসল মূল লক্ষ্য হলো দেশকে লুট করা। গতকাল রোববার মহারাষ্ট্রের শিবাজি পার্কে আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘এই মঞ্চে যাঁরা উপস্থিত আছেন, তাঁরা কোনো রাজনৈতিক দল—বিজেপি বা নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করছেন না। মোদি স্রেফ একটি মুখোশ। একজন বলিউড অভিনেতার মতো, তাঁকে স্রেফ একটি ভূমিকা দেওয়া হয়েছে।’ 

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কংগ্রেসের সাবেক এই সভাপতি বলেন, ‘তাঁর (মোদীর) কাজ হলো, জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, যাতে জাতির সম্পদ লুট করা যায়। তাঁর বুকের ছাতি ৫৬ ইঞ্চি নয়, তিনি স্রেফ একজন অন্তঃসারশূন্য মানুষ।’ 

এ সময় মোদির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজ স্বার্থে ব্যবহারের অভিযোগ এনে রাহুল আরও বলেন, ‘অনেকেই বলেন, রাজার জীবন ইভিএমের ভেতর। সঠিক বলেছেন তাঁরা। মোদির আসল শক্তি ইভিএম, ইডি ও সিবিআইয়ে। ইভিএম ছাড়া মোদি একটি নির্বাচনও জিততে পারবেন না।’ 

জনসভায় শিবসেনার একাংশের নেতা উদ্ধব ঠাকরে উপস্থিত জনতাকে গণতন্ত্র রক্ষা ও স্বৈরতন্ত্র উৎখাতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি স্লোগান দেন, ‘এবার বিজেপির জায়গা সীমান্তের ওপার।’ 

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ঠাকরে বলেন, ‘মোদি বলেছেন, এবার ৪০০ প্লাস (লোকসভা আসন)। এটা কি আসবাবের দোকান? আপনি কি সংবিধান পরিবর্তনের জন্য ৪০০ আসন চান? আপনি কি পুতিনের মতো রাশিয়ান মডেল অনুসরণ করতে চান? আপনি এতটাই অহংকারী যে, আপনি ভারত সরকারকে ‘মোদি সরকার’ বলে বর্ণনা করছেন। দেশের নাম নিতে লজ্জা করে?’ 

এ সময় কংগ্রেসের সাবেক নেতা ও বর্তমানে ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার বলেন, ‘ভারত পরিবর্তনের জন্য কাঁদছে।’ এ সময় তিনি বিজেপির প্রতি জনগণকে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সমাজের প্রতিটি স্তরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই শাসকদের শিক্ষা দাও।’ 

শারদ পাওয়ার আরও বলেন, ‘যারা প্রতিশ্রুতি পূরণ করে না তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে। মোদির গ্যারান্টি মিথ্যা, তিনি অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করছেন। মহাত্মা গান্ধী মুম্বাই থেকে ভারত ছাড়ের ডাক দিয়েছিলেন। আজ আমাদের বিজেপিকে উচ্ছেদ করার শপথ নেওয়া উচিত।’

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার