হোম > বিশ্ব > ভারত

‘ক্যাশ অন ডেলিভারিতে’ দেড় লাখ রুপির আইফোন অর্ডার হাতে পেয়ে কুরিয়ারকে খুন

অনলাইনে ক্যাশ অন ডেলিভারি অপশন নিয়ে আইফোন অর্ডার করেছিলেন এক ব্যক্তি। এরপর সেই ফোন নিয়ে যখন কুরিয়ার এজেন্ট তাঁর কাছে পৌঁছান, তখন তিনি তাঁকে হত্যা করেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের চিনহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, গজানন নামে এক ব্যক্তি অনলাইন অর্ডারিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে দেড় লাখ রুপি মূল্যের একটি আইফোন অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি অপশনে। পরে সেই অর্ডার নিয়ে এজেন্ট ভরত সাহু গজাননের কাছে পৌঁছালে তিনি ও তাঁর সহযোগীরা মিলে ভরতকে হত্যা করেন। 

লক্ষ্ণৌ পুলিশের ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং জানিয়েছেন, গজানন লক্ষ্ণৌয়ের চিনহাট এলাকার বাসিন্দা। সেপ্টেম্বরের ২৩ তারিখে ভরত অর্ডার নিয়ে গজাননের কাছে পৌঁছান। এরপর গজানন ও তাঁর সহযোগীরা ভরতকে হত্যা করে স্থানীয় ইন্দিরা খালে লাশ ফেলে দেন। পুলিশ এখনো সেই লাশ খুঁজে পায়নি। 

শশাঙ্ক সিং বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর ডেলিভারি বয় নিশাতগঞ্জের বাসিন্দা ভরত সাহু গজাননের বাড়িতে ফোন ডেলিভারি দিতে গেলে তাঁকে গজানন ও তাঁর সহযোগীরা হত্যা করেন। সাহুকে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বস্তায় ভরে ইন্দিরা খালে ফেলে দেওয় হয়।’ 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গজানন ও তাঁর সহযোগীরা কেবল ভরতকে হত্যাই করেননি। তাঁর মোটরবাইক ও তাঁর কাছে থাকা ৩৫ হাজার রুপিও লুট করে নিয়ে যায়। 

এ ঘটনার দুই দিন পরও সাহু বাড়ি না ফেরায় তাঁর পরিবার ২৫ সেপ্টেম্বর চিনহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। সাহুর ফোনকলের বিবরণ যাচাই এবং তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা করার সময় পুলিশ গজাননের নম্বর খুঁজে পায় এবং তাঁর বন্ধু আকাশের কাছে পৌঁছাতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আকাশ অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 
 
ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং বলেছেন, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল খালের মধ্যে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করছে।’ তবে মৃতদেহ এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’