হোম > বিশ্ব > ভারত

রিকশাচালককে কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন বৃদ্ধা 

রিকশাচালককে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার কট্টকে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী মিনতি পাটনায়েক কট্টকের সুতাহাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর তিনতলা ভবন, সোনার গয়না ও তাঁর সমস্ত সম্পদ একজন রিকশাচালককে দিয়ে গেছেন, যার মূল্য এক কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা)। 

মিনতি গত বছর তাঁর স্বামীকে হারান। পরে মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর ছয় মাস পর মেয়ে কোমলেরও মৃত্যু হয়। এরপরই পুরোপুরি একা হয়ে পড়েন মিনতি। এরপর মিনতির দেখভাল শুরু করেন রিকশাচালক বুধা সামাল। এতে খুশি হয়ে মিনতি তাঁর সব সম্পদ বুধাকে লিখে দিয়েছেন। 

মিনতি বলেন, `আমার সমস্ত আত্মীয়র যথেষ্ট সম্পত্তি আছে এবং আমি সব সময় একটি দরিদ্র পরিবারকে আমার সম্পদ দান করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পর যাতে কেউ তাদের হয়রানি না করে, সে জন্য আমি বৈধভাবে বুধা ও তার পরিবারকে সবকিছু দান করার সিদ্ধান্ত নিয়েছি।'

তবে বুধাকে সব সম্পত্তি দেওয়ার বিরোধিতা করেছেন মিনতির বোন। এ সম্পর্কে মিনতি বলেন, `আমার মেয়ের মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি। গত ২৫ বছর ধরে বুধা ও তার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।'

মিনতি জানান, বুধা তাঁর মেয়েকে স্কুল-কলেজে নিয়ে যেতেন। 

সম্পদ পাওয়ার বিষয়ে বুধা বলেন, `আমি কখনো এই সম্পদের স্বপ্ন দেখিনি। কিন্তু আমি সব সময় মিনতির দেখাশোনা করেছি। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা তাঁর পাশে থাকব।' 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে