হোম > বিশ্ব > ভারত

বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জিতলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা 

গুজরাট বিধানসভা নির্বাচনে জিতেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। রিভাবা গুজরাটের উত্তর জামনগর আসন থেকে বিজেপির টিকিট পেয়েছিলেন। তিনি ৪৯ হাজার ৬১৪ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল পরিমাণ ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেন। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রিভাবা জাদেজার ৪৯ হাজার ৬১৪ ভোটের বিপরীতে কংগ্রেসের প্রার্থী বিপেন্দ্রসিনহা জাদেজা পেয়েছেন মাত্র ১৪ হাজার ৭০ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী বহুজন সমাজ পার্টির জগদীশ মানশিভাই পেয়েছেন মাত্র ১৫ শতাধিক ভোট। মোট কাস্ট হওয়া ভোটের প্রায় ৫৫ শতাংশ ভোট যায় রিভাবা জাদেজার পক্ষে।

এদিকে, নির্বাচনে জয়ের ঘোষণা হওয়ার পরপরই দলীয় সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন। মিছিলে তাঁর সঙ্গে তাঁর স্বামী রবীন্দ্র জাদেজাও যোগ দেন। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে থাকলেও রবীন্দ্র জাদেজা দলে নেই। আর এরই সুযোগে নির্বাচনের আগে থেকেই স্ত্রীকে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে, রবীন্দ্র জাদেজা তাঁর স্ত্রী রিভাবাকে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে রবীন্দ্র জাদেজা লিখেছিলেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ায় আমার স্ত্রীকে অভিনন্দন। তোমার সকল প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায় যা তোমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে তার জন্য আমি গর্বিত। আমার শুভ কামনা তোমার প্রতি যাতে তুমি সমাজের উন্নয়নে তোমার কাজ চালিয়ে যেতে পার।’

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস