ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ হাজার ১২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৪ জন।
প্রায় ছয় মাস পর দেশটিতে একদিনে এতো মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। এর আগে গত ২০ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৬০৫ জন করোনা রোগী শনাক্ত হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৪১ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এখন ১ লাখ ৬৪ হাজার ১১০ জন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচিতে জোর দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৩০ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।