হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের বাধা

ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমাবেশে বিক্ষোভকারী শিক্ষকদের বাধা দিয়েছে সেখানে কর্মরত পুলিশ। মুখ্যমন্ত্রীর সমাবেশস্থলে চাকরি না পাওয়া শিক্ষকেরা বিক্ষোভ জানাতে এলে তাঁদের বাধা দেয় পুলিশ। একটি ভিডিওতে শিক্ষকদের টেনে গাড়িতে তোলার দৃশ্যও দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, স্লোগান দিতে থাকা শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব সরকারকে নিন্দা করে স্লোগান বেজে উঠলে, পুলিশ বিক্ষোভকারীদের মুখ চেপে ধরে এবং মুখে কাপড় গুঁজে দেওয়ার চেষ্টা করে। 

রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় পুলিশ এক নারীর পোশাক ধরে টেনে নিয়ে যায়। ওই নারীকে আরও কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটি গাড়িতে ওঠানো হয়। তবু তিনি স্লোগান দিতে থাকেন। এরপর গাড়িটির জানালা বন্ধ করে তাদের নিয়ে চলে যায়। 

সমাবেশে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হন। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনও হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, তিনজন পুলিশ মিলে একজনকে মাটিতে চেপে ধরতে চেষ্টা করছে। তাঁর বুকে হাঁটু দিয়ে চাপ দিতেও দেখা যায়। ফুটেজের শেষে দেখা যায়, মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের জন্য প্রস্তুত হচ্ছেন। 

বিক্ষোভকারীদের হাত থেকে চরণজিৎ সিং চান্নিকে রক্ষা করার জন্য পাঞ্জাবের পুলিশের প্রচেষ্টা সমালোচনার মুখে এই প্রথম নয় বলেও জানা গেছে। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার