হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের বাধা

ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমাবেশে বিক্ষোভকারী শিক্ষকদের বাধা দিয়েছে সেখানে কর্মরত পুলিশ। মুখ্যমন্ত্রীর সমাবেশস্থলে চাকরি না পাওয়া শিক্ষকেরা বিক্ষোভ জানাতে এলে তাঁদের বাধা দেয় পুলিশ। একটি ভিডিওতে শিক্ষকদের টেনে গাড়িতে তোলার দৃশ্যও দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, স্লোগান দিতে থাকা শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব সরকারকে নিন্দা করে স্লোগান বেজে উঠলে, পুলিশ বিক্ষোভকারীদের মুখ চেপে ধরে এবং মুখে কাপড় গুঁজে দেওয়ার চেষ্টা করে। 

রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় পুলিশ এক নারীর পোশাক ধরে টেনে নিয়ে যায়। ওই নারীকে আরও কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটি গাড়িতে ওঠানো হয়। তবু তিনি স্লোগান দিতে থাকেন। এরপর গাড়িটির জানালা বন্ধ করে তাদের নিয়ে চলে যায়। 

সমাবেশে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হন। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনও হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, তিনজন পুলিশ মিলে একজনকে মাটিতে চেপে ধরতে চেষ্টা করছে। তাঁর বুকে হাঁটু দিয়ে চাপ দিতেও দেখা যায়। ফুটেজের শেষে দেখা যায়, মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের জন্য প্রস্তুত হচ্ছেন। 

বিক্ষোভকারীদের হাত থেকে চরণজিৎ সিং চান্নিকে রক্ষা করার জন্য পাঞ্জাবের পুলিশের প্রচেষ্টা সমালোচনার মুখে এই প্রথম নয় বলেও জানা গেছে। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার