হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা 

ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি। 

এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন। 

বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’ 

বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’ 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ