হোম > বিশ্ব > ভারত

সাংগঠনিক নির্বাচনে নাক গলানোর অভিযোগ অস্বীকার রাহুলের

কলকাতা প্রতিনিধি

দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।

তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।

দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’ 

দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’ 

রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’ 

রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে