হোম > বিশ্ব > ভারত

আম আদমি পার্টি ও বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

পৌরসভার স্থায়ী কমিটির ভোটকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে কমলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লি পৌরসভার স্থায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয় পৌরভবনে। হাতাহাতিতে জড়ান আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলররা। এএপি নেত্রী সদ্য নির্বাচিত মেয়র শেলি ওবেরয়কে মারধরের অভিযোগ ওঠে। 

এক সংবাদ সম্মেলনে মেয়র শেলি ওবেরয় বলেন, বিজেপির কয়েকজন সদস্য তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। তাঁর সহকর্মী আশু ঠাকুরের ওপরও আরেকজন কাউন্সিলর হামলা চালিয়েছেন। 

এর আগে একটি ভোট বাতিল করে পৌরসভার অধিবেশন মুলতবি করেন মেয়র। একই সঙ্গে আগামী সোমবার মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হবে বলে ঘোষণা দেন তিনি। 

এর পরিপ্রেক্ষিতে বিজেপি কাউন্সিলরদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই ভোট বাতিল করা হয়েছে। এরপর মেয়রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। 

উল্লেখ্য, একাধিকবার বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বুধবার দিল্লি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে মেয়র হন এএপি’র শেলি ওবেরয়। ডেপুটি মেয়রও নির্বাচিত হয়েছেন দলটি থেকে। এর মধ্য দিয়ে ১৫ বছর পর এই পৌরসভা হাতছাড়া হয়েছে ক্ষমতাসীন বিজেপির।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার