হোম > বিশ্ব > ভারত

দলে সংখ্যালঘুদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় কংগ্রেস

দলীয় সব স্তরেই সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিতের পরিকল্পনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। শনিবার রাজস্থানের উদয়পুরে দলটির ‘চিন্তন শিবিরে’র দ্বিতীয় দিনে দলটির নেতৃবৃন্দ বিষয়টি উত্থাপন করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

কংগ্রেসের সাংগঠনিক সব স্তরে তফসিলি সম্প্রদায় (শিডিউলড কাস্ট-এসসি), তফসিলি উপজাতি (শিডিউলড ট্রাইবস-এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণিসহ (ওবিসি) সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করে দলটি। উদয়পুরের ‘চিন্তন শিবিরে’র দ্বিতীয় দিনে প্রস্তাবিত বিষয়গুলো হলো: 

তিন দিনের ‘চিন্তন শিবিরে’র দ্বিতীয় দিনের অধিবেশনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কংগ্রেস নেতা কে রাজু দলটির নির্বাচনী বিপর্যয় কাটিয়ে দলকে উজ্জীবিত করার কৌশল নিয়ে কাজ করছে। রাজু দলে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনয়নের তালিকা করেছেন। 

রাজু বলেছেন, ‘সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষমতায়নের জন্য দলে সাংগঠনিক সংস্কার চালু করা হবে। চিন্তন শিবিরের তৃতীয় দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় এটি অনুমোদন করা হবে।’ কংগ্রেস সভাপতিকে সহায়তা করার লক্ষ্যে একটি সামাজিক ন্যায়বিচার উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। কমিটি সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলি দেখবে এবং সুপারিশ দেবে। 

কে রাজু সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ‘দলের সংখ্যালঘু ও দুর্বল অংশের জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বিশেষ অধিবেশন প্রতি ছয় মাস পর পর অনুষ্ঠিত হবে।’ 

সংখ্যালঘুদের কীভাবে অন্তর্ভুক্ত করা হবে এ বিষয়ে কে রাজু বলেন, ‘জাতীয় নীতিমালা বাস্তবায়ন স্তরে আমরা একটি সম্প্রদায়ভিত্তিক আদমশুমারি করতে চাই। তফসিলি সম্প্রদায় (শিডিউলড কাস্ট-এসসি), তফসিলি উপজাতি (শিডিউলড ট্রাইবস-এসটি) ও অন্যান্য অনগ্রসর শ্রেণিসহ (ওবিসি) ওবিসিদের জন্য বেসরকারি ক্ষেত্র সংরক্ষণ করতে চাই এবং নারী অধিকার সংরক্ষণ বিলে আমরা এসসি এবং এসটি নারীদের জন্য একটি আইন করতে চাই।’ 

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি