হোম > বিশ্ব > ভারত

করোনা আক্রান্ত হওয়ায় ভর্তি নিল না হাসপাতাল, পথেই সন্তানের প্রসব

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারেননি এক অন্তঃসত্ত্বা নারী। পরে পথেই তাঁকে সন্তানের প্রসব করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

এই ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের নাগারকুর্নুল জেলার আচমপেট গ্রামের একটি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। 

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। তবে ভর্তি না নেওয়ায় হাসপাতালের পাশের একটি রাস্তায় সন্তানের জন্ম দেন তিনি। 

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। ওই পরীক্ষায় তাঁর ফল পজিটিভ আসে। পরে তাঁকে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়। এই ঘটনার পর ওই নারী হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দেন। পরে তাঁকে হাসপাতালে আবার আনা হয়। 

এই ঘটনার জানাজানি হলে তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বৈদ্য বিধান পরিষদের কমিশনার ডা. কে রমেশ রেড্ডি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করেছেন। 

ডা. কে রমেশ রেড্ডি জানান, করোনা আক্রান্ত হলেও অন্তঃসত্ত্বা নারীদের ভর্তি নেওয়ার জন্য সব সরকারি হাসপাতালকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুই চিকিৎসককে জনস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে আত্মসমর্পণ করেছেন।

নাগারকুর্নুল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টকে এই ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী