হোম > বিশ্ব > ভারত

অধ্যাপক ইউনূসের ফোন পেয়েছি: মোদি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এক্স মাধ্যমে ওই পোস্ট করেন মোদি। 

ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে তিনি মতবিনিময় করেছেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’ 

মুহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দুসহ সব ধর্মের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন মোদি। 

এর আগে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া এক ভাষণে বাংলাদেশে সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের ওপর হামলা হয়েছে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা করি, শিগগির বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’ 

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার