হোম > বিশ্ব > ভারত

‘ট্রেন থেকে নামতে না দেওয়ায়’ নির্বিচার গুলিতে ৪ জনকে হত্যা করেন কনস্টেবল

ভারতের মুম্বাইয়ে ট্রেনের ভেতরে জ্যেষ্ঠ কমকর্তা ও তিন যাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার রেল পুলিশের সদস্য চেতন সিং ঘটনার আগে সহকর্মীকে অসুস্থ বোধ করার কথা জানান। কিন্তু তাঁকে ছেড়ে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নির্বিচার গুলি চালান। 

গত রোববার রাতে জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি দ্রুতগামী ট্রেনে এ ঘটনা ঘটে বলে ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। 

তদন্ত কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চেতন সিং ট্রেন থেকে নেমে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তিকারাম মিনা ডিউটি শেষ করে যেতে বলেন। এই কারণে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেন।

ঘটনার সময় কনস্টেবল ঘনশ্যাম আচার্য ডিউটিতে ছিলেন। তিনি পুলিশের কাছে মিনা ও তিন যাত্রীকে হত্যার ঘটনার বর্ণনা করেন।

তিনি বলেন, ‘এএসআই মিনা আমাকে বলেন, চেতন সিং সামনের স্টেশনে নেমে যেতে চায়, তার জ্বর এসেছে বোধ হয়। তবে আমি বাকি ২ ঘণ্টার ডিউটি শেষ করে যেতে বলেছি। কিন্তু সিংয়ের এসব কিছু শোনার মানসিকতা ছিল না।’ 

তিনি আরও বলেন, এএসআই মিনা তাঁকে মানাতে চেষ্টা করছিলেন। কিন্তু সিং কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেল পুলিশের কনস্টেবল নিজের অটোমেটিক রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। প্রথমে এএসআই তিকারাম মিনা গুলিবিদ্ধ হন। পরে আরেকটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন। 

চেতন সিংহকে গ্রেপ্তারের পাশপাশি তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার