হোম > বিশ্ব > ভারত

ভারতে বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু

ঢাকা : ভারতে আবারও বেড়েছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজার ২২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া গত এক দিনে ভারতে করোনায় ২ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন সোমবার ভারতে ৬০ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল এবং মারা গিয়েছিলেন ২ হাজার ৭২৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৭৫৩ এবং মৃত্যু কমেছে ১৮৪।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে ১ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৭৬ জন।

এই মুহূর্তে ভারতের বেশির ভাগ রাজ্যেই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। ফলে কমেছে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে প্রায় দুই মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করেছিল। এখন সংক্রমণ কমতে থাকায় সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া চলছে। ভারতে সংক্রমণ ‘বিস্ফোরণের’ জন্য করোনার ডেল্টা ধরনকে অনেকাংশে দায়ী করা হয়।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু