হোম > বিশ্ব > ভারত

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১ ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪ 

কলকাতা সংবাদদাতা

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে। 

ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 

এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। 

জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল। 

এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক