হোম > বিশ্ব > ভারত

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১ ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪ 

কলকাতা সংবাদদাতা

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে। 

ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 

এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। 

জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল। 

এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু