হোম > বিশ্ব > ভারত

নিজ এলাকায় গিয়ে হামলার শিকার বিহারের মুখ্যমন্ত্রী

নিজ এলাকায় গিয়ে হামলার শিকার হয়েছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এক যুবক বিহারের মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাটনা জেলার বখতিয়ারপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এই ঘটনার সিসিটিভির ফুটেজে দেখা যায়, আজ রোববার বখতিয়ারপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন নিতীশ। সেখানে সফর হাসপাতাল চত্বরে স্বাধীনতা সংগ্রামী শিলভদ্র ইয়াজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করার ঠিক আগে হামলার শিকার হন তিনি। অভিযুক্ত যুবক পেছন থেকে এসে দ্রুত ডায়াসে ওঠার চেষ্টা করছিলেন, তখন ওই ডায়াসেই ছিলেন নিতীশ। এর পরেই ধাক্কা দেন বিহারের মুখ্যমন্ত্রীকে। যদিও সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ডায়াস থেকে নামিয়ে দেন। পরে ওই যুবককে গ্রেপ্তারও করা হয়। বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিকে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

উল্লেখ্য, এর আগেও আক্রান্ত হয়েছেন নিতীশ কুমার। ২০২০ সালের নভেম্বর মাসে একটি জনসভায় হামলার মুখে পড়েন তিনি। ওই জনসভায় যখন রাজ্যের কর্মসংস্থান নিয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় জনতার ভিড় থেকে তাঁকে লক্ষ্য করে পেঁয়াজ ছুড়ে মারা হয়। দ্রুত নিতীশের দেহরক্ষীরা ঢালের মতো সামনে এসে দাঁড়ালে পেঁয়াজ-বৃষ্টি থেকে বাঁচেন তিনি। সেদিন মেজাজ হারিয়েছিলেন নিতীশ। যদিও পরে নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে ধরে ফেললেও তাঁকে ছেড়ে দিতে বলেন নিতীশ কুমার।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার