‘সরকারের অযোগ্যতা এবং অজ্ঞতার’ কারণে মহারাষ্ট্র লক্ষাধিক চাকরির সুযোগ হারিয়েছে বলে তোপ দাগলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং লাখো মানুষের চাকরি ‘হারানোর’ জন্য মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্তকে দায়ী করেছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের প্রতি নিন্দা জানিয়ে আদিত্য ঠাকরে বলেন, ‘তাঁদের আজ জনগণকে সবচেয়ে বেশি জবাব দিতে হবে।’
উল্লেখ্য, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে গুজরাটে। বেদান্ত গ্রুপ এবং তাইওয়ানের ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং জায়ান্ট ফক্সকন যৌথভাবে গুজরাটের আহমেদাবাদে প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য গুজরাট ১ কোটি ৫৪ লাখ রুপির চুক্তি পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহারাষ্ট্রে ১ লাখ ৭০ হাজার চাকরির সুযোগ তৈরি হতো।
এই প্ল্যান্টের জন্য জায়গা দেওয়ার লড়াইয়ে ছিল মহারাষ্ট্রও। কিন্তু মহারাষ্ট্রকে পেছনে ফেলে প্রকল্পটি পেয়েছে গুজরাট। তাই প্রকল্প হাতছাড়া হওয়ার জন্যই শাসক শিবিরকে এক হাত নিলেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে।