হোম > বিশ্ব > ভারত

ভারতে বাড়ছে করোনার দাপট, শীর্ষে কলকাতা

প্রতিনিধি, কলকাতা

ভারতে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশের বড় শহরগুলোর মধ্যে এখন সংক্রমণের হার সবচেয়ে বেশি কলকাতায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর জন্য দায়ী করছেন কিছু মানুষের কোভিডবিধি না মানাকে। 

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজারেরও বেশি মানুষ কোভিড সংক্রমিত হয়েছে বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। নতুন পুরোনো মিলিয়ে কলকাতায় কোভিড রোগী রয়েছে ৩৩ হাজার। কলকাতায় বর্তমানে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার হার ৩৪ দশমিক শূন্য ৭ শতাংশ। 

কলকাতায় রাজ্য স্বাস্থ্য ভবনেরও বহু কর্মী ও কর্মকর্তা আক্রান্ত। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। বিশিষ্টজনদের অনেকেই করোনায় আক্রান্ত। এ অবস্থায় রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে মাস্ক না পরে বাইরে বের হতে বারণ করা হয়েছে। আর কোভিডবিধি মানতে সবাইকে বাধ্য করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক এরই মধ্যে ধরপাকড় শুরু হয়েছে। 

কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলছেন, উপসর্গহীন কোভিড আক্রান্তরাই পরিস্থিতি জটিল করে তুলছে। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা রাজ্যে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ। সামাজিক অনুষ্ঠানেও জারি হয়েছে বিধিনিষেধ।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার