হোম > বিশ্ব > ভারত

বিরোধী ঐক্যের আশার গুড়ে বালি, তৃণমূল ও কংগ্রেসের দূরত্ব বাড়ছেই

প্রতিনিধি কলকাতা

ভারতে ক্ষমতাসীন বিজেপিকে হটাতে বিরোধী দলগুলোর ঐক্য নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। কিন্তু বিরোধী দলগুলো ঐক্য করার পরিবর্তে দিন দিন নিজেদের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে।

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে জোটে যেতে নারাজ তৃণমূল। বরং দেশের বৃহত্তম বিরোধী দলকেই তাঁদের সঙ্গে জোট করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির প্রস্তাব অবশ্য আমলে নেয়নি কংগ্রেস। এমন পরিস্থিতিতে এবার কংগ্রেসের বিরুদ্ধেই বক্তব্য দিতে শুরু করেছেন মমতা।

আজ মঙ্গলবার গোয়ায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতার কথা তুলে ধরেছেন মমতা ব্যানার্জি। মমতার অভিযোগ, কংগ্রেস নিজে বিজেপির বিরুদ্ধে কিছু করছে না। আবার অন্য কেউ কিছু করলে বাধা দিচ্ছে। কংগ্রেস পাল্টা অভিযোগ করে বলেছে, , কংগ্রেসকে দুর্বল করে বিজেপির সরকার টিকিয়ে রাখতেই তৃণমূল ষড়যন্ত্র করছে। 

মমতা বলেন, সিপিএমের সঙ্গে কংগ্রেস নেতাদের গোপন সমঝোতার জন্যই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন। মমতা জানিয়েছেন, গোয়া থেকে ফিরে তিনি আসাম ও মেঘালয় সফরে যাবেন। আগামী দিনে ত্রিপুরাতেও সভা করবেন। গোটা দেশ থেকেই তাঁর কাছে ডাক আসছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

কংগ্রেস অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছে মমতার উদ্দেশ্য নিয়ে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, কংগ্রেসকে দুর্বল করে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন মমতা। বিনিময়ে বিজেপি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে নীরব রয়েছে। তাঁর মতে, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট অবাস্তব পরিকল্পনা।   

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি