হোম > বিশ্ব > ভারত

বিধানসভা নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করায় মোদিকে ধন্যবাদ রবীন্দ্র জাদেজার

ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়েছে। বউকে প্রার্থী করায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন জাদেজা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ায় আমার স্ত্রীকে অভিনন্দন। তোমার সকল প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায় যা তোমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে তার জন্য আমি গর্বিত। আমার শুভ কামনা তোমার প্রতি যাতে তুমি সমাজের উন্নয়নে তোমার কাজ চালিয়ে যেতে পার।’

ওই পোস্টে জাদেজা আরও লিখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই অমিত শাহের প্রতি। কারণ, তাঁরা তাঁর (জাদেজার স্ত্রী) দক্ষতার প্রতি আস্থা রেখে তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন।’

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। জামনগর আসন থেকে বিজেপির টিকিট পেয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। একই সঙ্গে এই আসনের বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিনহা জাদেজাকে বাদ দিয়েছে বিজেপি।

রিভাবা জাদেজা পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রিভাবা বিজেপির টিকিট পেলেও তিনি কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির নিকটাত্মীয়। ২০১৬ সালে রবীন্দ্র জাদেজা এবং রিভাবা বিয়ে করেন। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক