হোম > বিশ্ব > ভারত

বিধানসভা নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করায় মোদিকে ধন্যবাদ রবীন্দ্র জাদেজার

ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়েছে। বউকে প্রার্থী করায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন জাদেজা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ায় আমার স্ত্রীকে অভিনন্দন। তোমার সকল প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায় যা তোমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে তার জন্য আমি গর্বিত। আমার শুভ কামনা তোমার প্রতি যাতে তুমি সমাজের উন্নয়নে তোমার কাজ চালিয়ে যেতে পার।’

ওই পোস্টে জাদেজা আরও লিখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই অমিত শাহের প্রতি। কারণ, তাঁরা তাঁর (জাদেজার স্ত্রী) দক্ষতার প্রতি আস্থা রেখে তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন।’

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। জামনগর আসন থেকে বিজেপির টিকিট পেয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। একই সঙ্গে এই আসনের বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিনহা জাদেজাকে বাদ দিয়েছে বিজেপি।

রিভাবা জাদেজা পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রিভাবা বিজেপির টিকিট পেলেও তিনি কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির নিকটাত্মীয়। ২০১৬ সালে রবীন্দ্র জাদেজা এবং রিভাবা বিয়ে করেন। 

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার