হোম > বিশ্ব > ভারত

গভীর রাতে ভারতের দিল্লি কাঁপাল চাঁদাবাজেরা

গভীর রাত তখন। ভারতের পূর্ব দিল্লির সীমাপুরিতে অবস্থিত একটি নৈশক্লাবের ওপর চড়াও হন অস্ত্রধারী তিন ব্যক্তি। ক্লাবের মালিককে হুমকি দেওয়া ছাড়াও তাঁরা চাঁদা দাবি করেন। এ সময় তাঁরা মুহুর্মুহু পিস্তলের গুলি চালিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করেন। একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শাহরুখ। ঘটনাস্থলের কাছাকাছি গাজিয়াবাদ এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্ত অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ওই দুজনকে শনাক্তও করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লাবের সামনেই হামলাকারীদের মধ্যে দুজন তাঁদের অস্ত্র নিয়ে ক্লাবের বাউন্সারদের উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন। এক নারীসহ তিন বাউন্সারকে তাঁরা হাঁটু গেড়ে বসার নির্দেশ দেন। একজন বলেন, ‘উঠে দাঁড়ালেই তোমাদের মাথায় গুলি করব।’

আরও দেখা যায়, বাউন্সাররা হাঁটু গেড়ে বসার পর অস্ত্রধারী দুজন ক্লাবের ভেতরে প্রবেশ করেন এবং সম্ভবত মালিককে না পেয়ে পরক্ষণেই তাঁরা আবার বেরিয়ে আসেন। এ সময় তাঁরা ক্ষুব্ধ হয়ে নির্বিচারে গুলি ও গালাগালি শুরু করেন। তবে তাঁদের ছোড়া সব গুলিই ফাঁকা গুলি ছিল।

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত