হোম > বিশ্ব > ভারত

৩% বিবাহবিচ্ছেদের কারণ যানজট, বিজেপি নেতার স্ত্রীর দাবি নিয়ে তোলপাড়

ভারতের কেন্দ্র সরকারের ক্ষমতাসীন এক বিজেপি নেতার স্ত্রী দাবি করেছেন, ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের জন্য নাকি যানজট দায়ী। তিনি মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী অমরুতা ফডনবিশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের উৎসব শুরু হয়ে গেছে! 

আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন অমরুতা। এ সময় রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলে ফেলেন, মুম্বাইয়ের রাস্তায় গর্ত এবং আজ যানজট মহানগরীতে তিন শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ। তাঁর দাবি, মুম্বাই এখন ট্র্যাফিক জ্যামের শহর। এই যানজট মানুষকে বিবাহবিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে। 

মুম্বাইয়ের রাস্তার বেহাল দশা আর সম্পর্কের ভাঙনের মধ্যে এই উদ্ভট সম্পর্ক আবিষ্কার নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তুমুল প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ অবশ্য মজার মজার তথ্য দিচ্ছেন। আবার কেউ কেউ বিজেপি নেতার স্ত্রীর তথ্য উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। 

মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিবসেনার নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এটিকে একটি যুক্তিহীন বক্তব্য বলে উল্লেখ করেছেন। তিনি বেঙ্গালুরুর বাসিন্দাদের এ ধরনের বক্তব্যে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এটা তাঁদের বিবাহিত জীবনের জন্য জন্য ‘ক্ষতিকর’ হতে পারে। 

অমরুতা ফডনবিশের পুরো বক্তব্যটি ছিল এ রকম—ভুলে যান যে আমি দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী। আমি একজন নারী হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি রাস্তার করুণ অবস্থা এবং গর্তের মধ্যে যানজটে পড়েছি। আপনারা দেখেন, তারা কীভাবে আমাদের কষ্ট দেয়...! মুম্বাইতে ৩ শতাংশ বিবাহবিচ্ছেদ ট্র্যাফিক জ্যামের কারণে হয়। কারণ লোকেরা তাদের পরিবারকে সময় দিতে পারে না!

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে