হোম > বিশ্ব > ভারত

৩% বিবাহবিচ্ছেদের কারণ যানজট, বিজেপি নেতার স্ত্রীর দাবি নিয়ে তোলপাড়

ভারতের কেন্দ্র সরকারের ক্ষমতাসীন এক বিজেপি নেতার স্ত্রী দাবি করেছেন, ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের জন্য নাকি যানজট দায়ী। তিনি মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী অমরুতা ফডনবিশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের উৎসব শুরু হয়ে গেছে! 

আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন অমরুতা। এ সময় রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলে ফেলেন, মুম্বাইয়ের রাস্তায় গর্ত এবং আজ যানজট মহানগরীতে তিন শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ। তাঁর দাবি, মুম্বাই এখন ট্র্যাফিক জ্যামের শহর। এই যানজট মানুষকে বিবাহবিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে। 

মুম্বাইয়ের রাস্তার বেহাল দশা আর সম্পর্কের ভাঙনের মধ্যে এই উদ্ভট সম্পর্ক আবিষ্কার নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তুমুল প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ অবশ্য মজার মজার তথ্য দিচ্ছেন। আবার কেউ কেউ বিজেপি নেতার স্ত্রীর তথ্য উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। 

মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিবসেনার নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এটিকে একটি যুক্তিহীন বক্তব্য বলে উল্লেখ করেছেন। তিনি বেঙ্গালুরুর বাসিন্দাদের এ ধরনের বক্তব্যে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এটা তাঁদের বিবাহিত জীবনের জন্য জন্য ‘ক্ষতিকর’ হতে পারে। 

অমরুতা ফডনবিশের পুরো বক্তব্যটি ছিল এ রকম—ভুলে যান যে আমি দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী। আমি একজন নারী হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি রাস্তার করুণ অবস্থা এবং গর্তের মধ্যে যানজটে পড়েছি। আপনারা দেখেন, তারা কীভাবে আমাদের কষ্ট দেয়...! মুম্বাইতে ৩ শতাংশ বিবাহবিচ্ছেদ ট্র্যাফিক জ্যামের কারণে হয়। কারণ লোকেরা তাদের পরিবারকে সময় দিতে পারে না!

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু