হোম > বিশ্ব > ভারত

পথের ধারে জীর্ণ বেশে ঘুরছেন সাবেক মুখ্যমন্ত্রীর শ্যালিকা

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আপন শ্যালিকা ইরা বসু। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এখন পরিচিত মুখ। তাঁর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক সময়ে তিনি ছিলেন বিজ্ঞানের শিক্ষক। অথচ এখন তিনি ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছেন পথের ধারে। 

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও ইরা বসুর বোন মীরা ভট্টাচার্য জানান, পথের ধারে বসে থাকা নারীই তাঁর আপন বোন। নিজের জেদেই তিনি রাস্তায় বসেছেন। তাঁকে লুম্বিনি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি থাকতে চাননি। ইরা বসু ফিরতে চান উত্তর ২৪ পরগনার খড়দহে। 

বর্তমানে ইরা বসু নিজের ইচ্ছাতেই পানিহাটিতে সিপিএমের সাবেক কাউন্সিলার সুদীপ রায় বাচ্চুর বাড়িতে রয়েছেন। বাচ্চু জানিয়েছেন, ইরা বসুর প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। বাচ্চুর স্ত্রী শ্রাবণী মুখোপাধ্যায় বলেন, ইরা বসু অবসরকালীন ভাতা পান কিনা সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। 

ইরা জানিয়েছেন, সল্টলেকে তাঁর নিজস্ব বাড়ি আছে। সেই বাড়িতে নাকি তিন বার ডাকাতিও হয়েছে। 

উল্লেখ্য, খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে জীবনবিজ্ঞান পড়াতেন ইরা বসু। ২০০৯ সালে তিনি অবসর নেন।   

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু