ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আপন শ্যালিকা ইরা বসু। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এখন পরিচিত মুখ। তাঁর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক সময়ে তিনি ছিলেন বিজ্ঞানের শিক্ষক। অথচ এখন তিনি ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছেন পথের ধারে।
বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও ইরা বসুর বোন মীরা ভট্টাচার্য জানান, পথের ধারে বসে থাকা নারীই তাঁর আপন বোন। নিজের জেদেই তিনি রাস্তায় বসেছেন। তাঁকে লুম্বিনি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি থাকতে চাননি। ইরা বসু ফিরতে চান উত্তর ২৪ পরগনার খড়দহে।
ইরা জানিয়েছেন, সল্টলেকে তাঁর নিজস্ব বাড়ি আছে। সেই বাড়িতে নাকি তিন বার ডাকাতিও হয়েছে।
উল্লেখ্য, খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে জীবনবিজ্ঞান পড়াতেন ইরা বসু। ২০০৯ সালে তিনি অবসর নেন।