হোম > বিশ্ব > ভারত

পথের ধারে জীর্ণ বেশে ঘুরছেন সাবেক মুখ্যমন্ত্রীর শ্যালিকা

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আপন শ্যালিকা ইরা বসু। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এখন পরিচিত মুখ। তাঁর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক সময়ে তিনি ছিলেন বিজ্ঞানের শিক্ষক। অথচ এখন তিনি ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছেন পথের ধারে। 

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও ইরা বসুর বোন মীরা ভট্টাচার্য জানান, পথের ধারে বসে থাকা নারীই তাঁর আপন বোন। নিজের জেদেই তিনি রাস্তায় বসেছেন। তাঁকে লুম্বিনি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি থাকতে চাননি। ইরা বসু ফিরতে চান উত্তর ২৪ পরগনার খড়দহে। 

বর্তমানে ইরা বসু নিজের ইচ্ছাতেই পানিহাটিতে সিপিএমের সাবেক কাউন্সিলার সুদীপ রায় বাচ্চুর বাড়িতে রয়েছেন। বাচ্চু জানিয়েছেন, ইরা বসুর প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। বাচ্চুর স্ত্রী শ্রাবণী মুখোপাধ্যায় বলেন, ইরা বসু অবসরকালীন ভাতা পান কিনা সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। 

ইরা জানিয়েছেন, সল্টলেকে তাঁর নিজস্ব বাড়ি আছে। সেই বাড়িতে নাকি তিন বার ডাকাতিও হয়েছে। 

উল্লেখ্য, খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে জীবনবিজ্ঞান পড়াতেন ইরা বসু। ২০০৯ সালে তিনি অবসর নেন।   

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে