হোম > বিশ্ব > ভারত

এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানি বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। প্রতীকী ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে। এবার ভারতও পাকিস্তানি বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ছয় দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এবার নয়াদিল্লিও একই রকম পদক্ষেপ নিয়েছে। ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত সব বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে।

ভারত ও পাকিস্তান এখন একে অপরের এয়ারলাইনসের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। ভারতের এই নিষেধাজ্ঞা আগামী স্থানীয় সময় ২৪ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা বদলানো হতে পারে। নয়াদিল্লি থেকে এ বিষয়ে একটি নোটাম বা এয়ার মিশন নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পাকিস্তানের নিবন্ধিত বিমান ও পাকিস্তানি এয়ারলাইনস পরিচালিত বা ভাড়া করা বিমানের জন্য ভারতীয় আকাশসীমা উপলব্ধ নয়। এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই হামলার ঘটনায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের একটি উসকানিমূলক বক্তব্যের কয়েক দিন পরেই এই ঘটনা ঘটে।

দুই দেশের সম্পর্ক আগে থেকেই তলানিতে ছিল, এখন তা আরও খারাপ হয়েছে। পাকিস্তান ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি ফ্লাইটগুলো এমনিতেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছিল। কিন্তু ভারতের আনুষ্ঠানিক ঘোষণার পর এখন চাইলেও তাদের বিমান আর এ পথ ব্যবহার করতে পারবে না।

পাকিস্তানের যে ফ্লাইটগুলো দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার দিকে যায়, সেগুলোকে এখন ভারত এড়িয়ে যেতে হবে। এতে পাকিস্তানের আর্থিক সংকটে থাকা এয়ারলাইনসগুলোর ওপর ব্যাপক চাপ পড়বে। ভ্রমণের সময়ও অনেক বেড়ে যাবে।

ভারত কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখা, দিল্লির পাকিস্তান হাইকমিশনের সামরিক কূটনৈতিক কর্মীদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা, সীমান্ত পোস্ট বন্ধ করে দেওয়া ও পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করা অন্যতম।

ইসলামাবাদও কিছু ব্যবস্থা নিয়েছে। তারা সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে। ভারতীয় এয়ারলাইনসের জন্য আকাশসীমা বন্ধ করেছে। তারা ঐতিহাসিক সিমলা চুক্তিসহ ‘সব দ্বিপক্ষীয়’ চুক্তি স্থগিত করার অধিকারের কথা বলছে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা