ভারতের শিমলায় ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে একটি বহুতম ভবন ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবনটি ধসে পড়ে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিমলার ঘোড়া চৌকি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচাল সুধেশ কুমার মোখতা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ভাইরাল হয়েছে।