হোম > বিশ্ব > ভারত

ভারতে এক দিনে প্রায় আড়াই লাখ করোনা রোগী শনাক্ত 

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা রোগী শনাক্তের হার গতকাল বুধবারের চেয়ে ২৭ শতাংশ বেশি। ওই দিন ভারতে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ২০৩ জন। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৪০ জন।

গত ২৬ মের পর ভারতে আক্রান্তের সংখ্যা এই প্রথম ২ লাখের ঘর ছাড়াল। গত ৩০ ডিসেম্বর ভারতে করোনা রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ১ শতাংশ, আজ বৃহস্পতিবার সেখানে হয়েছে ১৩.১১ শতাংশ। 

করোনা মহামারিতে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি হলো মহারাষ্ট্র। রাজ্যটিতে গত এক দিনে ৪৬ হাজার ৭২৩ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রাজ্যটিতে ১ হাজার ৩৬৭ জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ভারতে করোনার সংক্রমণ বাড়ায় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক হবে। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার