হোম > বিশ্ব > ভারত

করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকর ভারতের কোভ্যাকসিন

ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করেছে ভারত বায়োটেক। সেই রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাস প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম ভ্যাকসিনটি।

আজ শনিবার ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, কোভ্যাকসিন  উপসর্গযুক্ত কোভিডের ক্ষেত্রে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকর।

চূড়ান্ত ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারির মধ্যে ২৫ হাজার ৭৯৮ জন স্বেচ্ছাসেবককে নির্বাচিত করা হয় ট্রায়ালের জন্য। এরপর তাঁদের মধ্যে ২৪ হাজার ৪১৯ জনকে টিকার দুটো ডোজ দেওয়া হয়। দুই সপ্তাহ পর দেখা যায় ১৩০ জন স্বেচ্ছাসেবক উপসর্গযুক্ত করোনাভাইরাসে আক্রান্ত। যাঁদের মধ্যে ২৪ জন ভ্যাকসিন গ্রুপের এবং ১০৬ জন প্লাসিবো গ্রহীতা। প্লাসিবো হচ্ছে, রোগীকে দক্ষতার সঙ্গে এমন ওষুধ দেওয়া, যার বাস্তবে রোগের সঙ্গে কোনো সম্পর্কই নেই।

ভারত বায়োটেকের দাবি, করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে কোভ্যাকসিন  ৬৫ দশমিক ২ শতাংশ কার্যকর। উপসর্গহীন কোভিডের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ৬৩ দশমিক ৬ শতাংশ। গুরুতর উপসর্গযুক্ত করোনার বিরুদ্ধে ৯৩ দশমিক ৪ শতাংশ কার্যকর। 

বিশ্বে এ পর্যন্ত ১৬টি দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন । যদিও এটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ নিয়ে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি