হোম > বিশ্ব > ভারত

করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকর ভারতের কোভ্যাকসিন

ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করেছে ভারত বায়োটেক। সেই রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাস প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম ভ্যাকসিনটি।

আজ শনিবার ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, কোভ্যাকসিন  উপসর্গযুক্ত কোভিডের ক্ষেত্রে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকর।

চূড়ান্ত ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারির মধ্যে ২৫ হাজার ৭৯৮ জন স্বেচ্ছাসেবককে নির্বাচিত করা হয় ট্রায়ালের জন্য। এরপর তাঁদের মধ্যে ২৪ হাজার ৪১৯ জনকে টিকার দুটো ডোজ দেওয়া হয়। দুই সপ্তাহ পর দেখা যায় ১৩০ জন স্বেচ্ছাসেবক উপসর্গযুক্ত করোনাভাইরাসে আক্রান্ত। যাঁদের মধ্যে ২৪ জন ভ্যাকসিন গ্রুপের এবং ১০৬ জন প্লাসিবো গ্রহীতা। প্লাসিবো হচ্ছে, রোগীকে দক্ষতার সঙ্গে এমন ওষুধ দেওয়া, যার বাস্তবে রোগের সঙ্গে কোনো সম্পর্কই নেই।

ভারত বায়োটেকের দাবি, করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে কোভ্যাকসিন  ৬৫ দশমিক ২ শতাংশ কার্যকর। উপসর্গহীন কোভিডের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ৬৩ দশমিক ৬ শতাংশ। গুরুতর উপসর্গযুক্ত করোনার বিরুদ্ধে ৯৩ দশমিক ৪ শতাংশ কার্যকর। 

বিশ্বে এ পর্যন্ত ১৬টি দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন । যদিও এটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ নিয়ে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ