হোম > বিশ্ব > ভারত

সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাৎ করে পালানো প্রাণনাথ ভারতে গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। 

পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি। 

এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন। 

এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে