ঢাকা: ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দৈনিক করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে আজ শনিবার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। গত একদিনে দেশটিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। পাশাপাশি মৃত্যুতেও নতুন রেকর্ডের সাক্ষী হলো দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।
গত একদিনে ভারতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রে ৭৭৩ জন এবং দিল্লিতে ৩৪৮ জন মারা গেছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।