হোম > বিশ্ব > ভারত

বিজিবি–বিএসএফের মানবিক উদ্যোগ: ভাইকে শেষবারের মতো দেখলেন বোন

বিএসএফ-বিজিবির উদ্যোগে বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখা করার ব্যবস্থা করা হয়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি মানবিক উদ্যোগ নিয়ে নজির স্থাপন করল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার গঙ্গুলাই গ্রামে আব্দুল খালিদ মণ্ডল নামে এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির বোন ও কিছু আত্মীয় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামে বাস করেন।

মৃত ভাইয়ের মুখ শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন এপারে বসবাস করা বোন। এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ হয়। দুই বাহিনীর সমন্বয়ে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (জিরো লাইন) দেখা করার ব্যবস্থা করা হয়।

খালিদ মণ্ডলের বোন এবং পরিবারের অন্য সদস্যরা মুস্তাফাপুর সীমান্তে তাঁকে শেষবারের মতো দেখতে পান। এ সময় তাঁরা বিএসএফ ও বিজিবিকে এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

সম্প্রতি বিভিন্ন কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এর জেরে আগরতলায় বাংলাদেশি উপ–হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের অভিযোগ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিজিবি–বিএসএফ এই মানবিক উদ্যোগ সীমান্তে বেশ সাড়া ফেলেছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু