গত ২৪ ঘণ্টায় ভারতে করোনভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও গত এক দিনে কমেছে। আজ রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪১ হাজার ৫০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে এক হাজারের বেশি। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ২৩১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত এক দিনে মৃত্যু কমেছে ৩০০–এর বেশি। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭২ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশিসংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। গত এক দিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮।